আশা জাগিয়েও ওভাল টেস্ট জিততে পারলো না ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ভারতের কাছে ৬ রানে হেরেছে তারা। ফলে ২–২ সমতায় শেষ হয় সিরিজ।
৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে টেস্টের পঞ্চম ও শেষ দিনে ব্যাট করতে নামে ইংল্যান্ড। দিনের প্রথম ওভারের প্রথম দুই বলে ব্যাক টু ব্যাক চার হাঁকান জেমি ওভারটন। উইকেটে থাকতে পারেননি জেমি স্মিথ। মোহাম্মদ সিরাজের শিকার হন তিনি। দ্রুত সাজঘরে ফেরেন ওভারটন এবং জোশ টং। ভাঙা হাত নিয়েও ব্যাট করতে নামেন ক্রিস ওকস। মাঠে থাকা দর্শকরা, দাঁড়িয়ে অভিনন্দন জানান তাকে। কিন্তু দলের জয়টা নিশ্চিত করতে পারননি তিনি।
ব্যক্তিগত ১৭ রানে আটিকসন বিদায় নিলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৬৭ রানে গুটিয়ে যায় ইংলিশরা। তাতে ওভালে ১২৩ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার নতুন রেকর্ড গড়তে পারেনি থ্রি–লায়ন্স।