বিজ্ঞাপন
সোমবার, আগস্ট ৪, ২০২৫
সোমবার, আগস্ট ৪, ২০২৫

ইসরায়েলি হামলায় একদিনে আরও ১১৯ ফিলিস্তিনি নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান ও স্থল হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১১৯ জন ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই খাদ্য সহায়তা নিতে গিয়ে হামলার শিকার হন। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩৯ জনে।

রবিবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে আরও ১১৯ জনের মরদেহ পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ৮৬৬ জন। সব মিলিয়ে চলমান হামলায় এখন পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে থাকা আরও ২৯০টি মরদেহ শনাক্ত করে তালিকায় যুক্ত করেছেন। তবে এখনো বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে, যেগুলোর কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা।

একইসঙ্গে জানানো হয়, মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ৬৫ জন ফিলিস্তিনি নিহত ও ৫১১ জন আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৮৭ জন এবং আহত হয়েছেন ১০ হাজার ৫৭৮ জন।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। সেই থেকে এখন পর্যন্ত আরও ৯ হাজার ৩৫০ জন ফিলিস্তিনি নিহত ও ৩৭ হাজার ৫৪৭ জন আহত হয়েছেন।

এর আগে, ২০২৩ সালের নভেম্বর মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)

তাছাড়া, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলমান রয়েছে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More