রাঙ্গামাটির বাঘাইছড়ির মারিশ্যা–দীঘিনালা সড়কে ৬ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। রাতভর ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে মাটি পড়ে আজ ভোর ৬টা থেকে যান চলাচল বন্ধ ছিল।
সকাল থেকে বিজিবি, ফায়ার সার্ভিস এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ প্রচেষ্টায় ৬ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা বলেন, টানা ভারী বৃষ্টিপাতের কারণে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা–দীঘিনালা সড়কে আজ ভোরে পাহাড় ধসের ঘটনার পর পরই আমরা সড়কে মাটি সরানোর জন্য জনবল ও গাড়িসহ যন্ত্রপাতি পাঠিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করি। বর্তমানে সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, উপজেলার মারিশ্যা–দীঘিনালা সড়কসহ কয়েকটি স্থানে পাহাড় ধসের কারণে ভোর থেকে যান চলাচল বন্ধ ছিল। মাটি সরাতে সেখানে বিজিবি, ফায়ার সার্ভিস এবং সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।