কক্সবাজার জেলার রামুতে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নারী ও শিশু‘সহ সিএনজি‘র ৪ যাত্রী নিহত হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুর আড়াইটায় রামু উপজেলা হয়ে রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে সিএনজিটি দুমড়ে–মুচড়ে যায়।ঘটনাস্থলেই যাত্রীদের মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন রামু থানা ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান।
তিনি জানান, এখন পর্যন্ত ৪ জনের নিহত হবার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এসএ