গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে বায়েজিদ হোসেন (৩৫) ও মাহিন (১৬) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রাম এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল এ তথ্য নিশ্চিত করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।
নিহত বায়েজিদ হোসেন ময়মনসিংহ জেলার বাসিন্দা এবং মাহিন শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার নূরে আলমের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) সকালে পাঁচ বন্ধু পাঁচুয়া গ্রামে নৌকা করে শাপলা তুলতে গেলে তাদের বহনকারী নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যান। এ সময় বায়েজিদ পানিতে ডুবে নিহত হন। অপর চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মাহিনকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘বিলের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘পাঁচুয়া বিলে পাঁচ বন্ধু মিলে শাপলা দেখতে গিয়ে একটি ছোট নৌকা ডুবে যায়। এ সময় নৌকাটি ডুবে গেলে স্থানীয়রা ছুটে গিয়ে বায়েজিদকে মৃত অবস্থায় এবং মাহিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা মাহিনকে মৃত ঘোষণা করেন।’