রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় জঙ্গি বিমানঘাঁটি রাখা অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিমান বাহিনী বিমান পরিচালনা পরিদপ্তর পরিচালক এয়ার কমডোর শহীদুল ইসলাম।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানী তেজগাঁওয়ে এভিয়েশন ইউনিভার্সিটি‘র পুরাতন পিএসসি ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ঢাকায় জঙ্গিবিমান প্রশিক্ষণ ঘাঁটি স্থানান্তর করা হবে কি না–এমন প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম বলেন, যুদ্ধবিমান পরিচালনার জন্য ব্যাপক জায়গার প্রয়োজন। এ ছাড়া রাজধানীর আকাশ প্রতিরক্ষায় এই ঘাঁটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অনেক দেশের রাজধানীতেও এমন ঘাঁটি রয়েছে।
সংবাদ সম্মেলনে বিমানবাহিনী জরুরি সমন্বয়ক কেন্দ্রের এয়ার কমডোর মো. মিজানুর রহমান লিখিত বক্তব্যে বলেন, সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত ও আহতদ পরিবারের পাশে থাকবে বিমানবাহিনী। প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
দুর্ঘটনার সময় পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ ছিল কি না–এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা বিস্তারিত তথ্য দেবেন। তবে শেষ মুহূর্ত পর্যন্ত পাইলট তৌকিরের সঙ্গে যোগাযোগ ছিল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিচালক মারুফুল ইসলাম।
এসএ