মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ মার্চ) টস হেরে ২পরিবর্তন নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৫৮ রান। ৫৭ বল খেলে ১০ চার এবং এক ছক্কায় ৭৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ওপেনার লিটন দাস।
হোয়াইটওয়াশের মিশনে নেমে রনি তালুকদারের সঙ্গে ৫৫ রানের ওপেনিং জুটি গড়েন লিটন। ইনিংসের অষ্টম ওভারে ২২ বলে ব্যক্তিগত ২৪ রানের ইনিংস খেলে রনি আউট হন বোলার আদিল রশিদের হাতে ক্যাচ দিয়ে।
রনি দ্রুত ফিরলেও আরেক প্রান্তে ঝড় তুলেছেন লিটন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে সুবিধা করতে পারছিলেন না তিনি। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই ব্যর্থ ছিলেন এই ওপেনার। তবে শেষ ম্যাচে এসে খোলস ছেড়ে বেরিয়েছেন। ৪১ বল খেলে ৮ বাউন্ডারিতে অর্ধশতক পূরণ করেন লিটন।
তবে বেশি দূর এগোতে পারলেন না। ক্রিস জর্ডানের করা শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ মিডউইকেটে সল্টের হাতে ধরা পড়েছেন তিনি। তার আগে ৫৭ বল খেলে ১০ চার এবং এক ছক্কায় ৭৩ রান করেছেন এই ওপেনার। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার-সেরা ইনিংস।
শেষ দিকে শান্তর ৩৬ বলে ৪৭ রানের ইনিংসে টাইগারদের সংগ্রহ দারায় ১৫৮ রান।
আল/দীপ্ত