প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে ও দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘ওন্ড’–এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন।
খবরটি নিশ্চিত করেছেন ‘ওন্ড’ ব্যান্ড গীতিকার সিয়াম ইবনে আলম।
সিয়াম জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন রাতুল। পরে তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ কে রাতুল ছিলেন বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক সংগীত জগতের এক উজ্জ্বল নাম। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘1’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘2’ মুক্তি পায়। দুই অ্যালবামই শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।
প্রসঙ্গত প্রয়াত চিত্রনায়ক জসিমের তিন ছেলে—এ কে রাহুল, এ কে রাতুল এবং এ কে সামী।
বাবার পথ ধরে অভিনয়ে নাম না লিখিয়ে তারা কাজ করছেন সংগীত জগতে। তিন জনই যুক্ত ছিলেন ব্যান্ডের সঙ্গে। এর মধ্যে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, রাতুল ও সামী যুক্ত ‘‘ওন্ড’’ ব্যান্ডের সঙ্গে। সামী ড্রামার। আর রাতুল ‘ওন্ড’ ভোকালিস্ট ও বেজিস্ট ছিলেন।
এসএ