সরকার ২৫টি বোয়িং কেনার জন্য অর্ডার দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
রবিবার (২৭ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বাণিজ্য সচিব বলেন, ‘আমরা ২৫টি বোয়িং অর্ডার দিয়েছে। এর আগেও ১৪টি বোয়িং অর্ডার ছিল। এবার রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুকে মাথায় রেখে অর্ডার বাড়ানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বোয়িং কোম্পানি যুক্তরাষ্ট্র সরকার নয়, একটি বেসরকারি প্রতিষ্ঠান। ভারত ও ভিয়েতনাম ১০০টি করে অর্ডার দিয়েছে, ইন্দোনেশিয়া দিয়েছে ৫০টি।
মাহবুবুর রহমান বলেন, সক্ষমতা অনুযায়ী উড়োজাহাজ সরবরাহ করবে কোম্পানি। আমাদের কিছু বোয়িং অতিদ্রুত দরকার। হয়তো আগামী দুই এক বছরের মধ্যে কিছু বিমান হাতে পাওয়া যাবে।’
এসএ