কিছুদিন আগে ভারত জাতীয় ফুটবল দলের কোচকে বরখাস্ত করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এরপর ফেসবুকে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে আলোচনায় এসেছিল তারা। সেই আলোচনাকে পাশ কাটিয়ে এবার নতুন আলোচনার জন্ম দিল ভারত। যা নিয়ে রীতিমতো চোখ কপালে ওঠার অবস্থা। ভারত জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন জাভি হার্নান্দেজ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জাভি নিজেই তার ব্যক্তিগত মেইল আইডি থেকে এআইএফএফ–এ আবেদন পাঠান। যদিও তার আবেদনপত্রে যোগাযোগ নম্বর উল্লেখ ছিল না। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের জাতীয় দলের পরিচালক সুব্রত পাল। তিনি জানান, ‘হ্যাঁ, আবেদনকারীদের তালিকায় জাভির নাম ছিল। ফেডারেশনের কাছে একটি মেইল এসেছে তার পক্ষ থেকে।’
জাভির পাশাপাশি আবেদনকারীদের তালিকায় ছিলেন ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্টানটাইন, লিভারপুলের সাবেক ফুটবলার হ্যারি কিউয়েল এবং ভারতীয় কোচ খালিদ জামিলসহ আরও অনেকে।
তবে টেকনিক্যাল কমিটি শেষ পর্যন্ত জাভির আবেদন বিবেচনায় আনেনি। কারণ আর্থিক বিষয়। ভারতের ফুটবলে জাভিকে আনার জন্য বিপুল অঙ্কের অর্থ প্রয়োজন, যা ব্যয় করা এআইএফএফের পক্ষে সম্ভব নয়। বিষয়টি নিয়ে ফেডারেশনের টেকনিক্যাল কমিটির এক সদস্য বলেন, ‘ধরে নিই জাভি সত্যিই আগ্রহী এবং আমরা তাকে রাজি করাতে পারতাম। কিন্তু তাকে আনার জন্য যে পরিমাণ অর্থ লাগবে, তা জোগাড় করা আমাদের সাধ্যের বাইরে।’
২০১৯ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান জাভি। স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জয়ের পাশাপাশি বিভিন্ন লিগে একাধিক শিরোপা জয় করেন তিনি। এরপর কোচিংয়ে সাফল্য পেয়েছেন তিনি। ২০১৯ সালে অবসর নেয়ার পর কোচিং ক্যারিয়ারেও সফলতা পান জাভি। বার্সেলোনাকে ২০২৩ সালে সুপার কোপা ও ২০২২–২৩ মৌসুমে লা লিগায় চ্যাম্পিয়ন করতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
আল