মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কৃষি মেলার উদ্বোধন করেন।
‘বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায়’ মাগুরা সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৩ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে। আগামী বৃহস্পতিবার এই মেলা শেষ হবে।
ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মেলায় ২০টি স্টলে বিভিন্ন ধরনের আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এ সময় মেলায় কৃষি ব্যাংক কর্তৃক সদর উপজেলার ৬ জন কৃষকের মাঝে ১১ লাখ ৭০ হাজার টাকার কৃষি ঋনের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ কৃষকদের হাতের এ চেক তুলে দেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ–উল–হাসান।
বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, কুছুন্দি ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা, জেলা কৃষকলীগের সভাপতি মঈনুল হোসেন পলাশ প্রমুখ।
যূথী/দীপ্ত সংবাদ