পরাজয় দিয়ে টি–টোয়েন্টি ক্যারিয়ার শেষ করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারায় পাঁচ ম্যাচ সিরিজে ২–০‘তে পিছিয়ে ক্যারিবিয়রা।
কিংস্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ও শাই হোপের ৬৩ রানে উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো ছিলো তাদের। ক্যারিয়ারের দ্বাদশ অর্ধশতক হাঁকিয়ে ৫১ রানে সাজঘরে ফেরেন কিং। এরপরই শুরু হয় ছন্দপতন। ষষ্ঠ উইকেটে আন্দ্রে রাসেল–রোভম্যান পাওয়েলের ৪১ রানে জুটিতে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় স্বাগতিকরা। বিদায়ী ম্যাচে ১৫ বলে ৩৬ রানের ইনিংস খেলেন রাসেল। জবাবে দলীয় ৪২ রানে দুই উইকেট হারালেও জশ ইংলিস ও ক্যামেরন গ্রিনের ১৩১ রানের অপরাজিত জুটিতে ২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ইংলিস ৭৮ এবং গ্রিন করেন ৫৬ রান।