রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে এফ–৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্বজনদের ভিড় বাড়ছে। এ ঘটনায় হাসপাতালটিতে জরুরি সেবা খোলা হয়েছে।
বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির একটি ভবন পুরোপুরি ভেঙে গেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ–৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
এখন পর্যন্ত অর্ধশতাধিকের বেশি আহতকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছেন। তবে আহতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
বার্ন ইনস্টিটিউটে ইফতিসার হোসেন ইফতি নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমার ভাই অষ্টম শ্রেণিতে পড়ে। তাদের স্কুল ছুটি দেওয়ার পর আমার ভাইয়ের একেবারেই সামনে বিমানটি বিধ্বস্ত হয়। আমার ভাই সুস্থ আছে। কিন্তু তার বন্ধু আগুনে পুরোপুরি পুড়ে গেছে। এমন হতাহতের সংখ্যা বহু!’
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, বার্ন ইনস্টিটিউটে একের পর অ্যাম্বুলেন্স প্রবেশ করছে। জরুরি বিভাগে রোগীর স্বজনদের ভিড়। তাদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে গেছে।
এ বিষয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. অভিজিত বলেন, উত্তরার এই ঘটনায় আহতদের চিকিৎসায় সাভাবিক চিকিৎসার পাশাপাশি ওই হাসপতালে জরুরি সেবা খোলা হয়েছে।
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত পঞ্চাশের বেশি রোগী ভর্তি হয়েছেন। এই সংখ্যা প্রতিক্ষণেই বাড়ছে।’