বাংলাদেশ বৃহত্তম প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা দেখিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা জানান।
বাংলাদেশের উন্নয়নে এডিবির বিশেষ সহযোগিতা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এডিবি আমাদের উন্নয়ন সহযোগী। গত ৫০ বছরে আমাদের উন্নয়নে এডিবির বিশেষ সহযোগিতা রয়েছে।’ এডিবির উদার সহযোগিতার জন্য সংস্থাটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘১৯৭৩ সালের জাতির পিতার নেতৃত্বে এডিবির সঙ্গে আমাদের সর্ম্পক প্রতিষ্ঠা হয়। গত ৫০ বছরে আমাদের যে আর্থসামাজিক উন্নয়ন, কাঠামোগত উন্নয়ন, সামাজিক উন্নয়ন– প্রতিটি ক্ষেত্রে এডিবির বিশেষ সহযোগিতা রয়েছে।’
বাংলাদেশের উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ এরই মধ্যে বৃহত্তম প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা দেখিয়েছে। নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ করতে পেরেছি। মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন কর্মমুখী প্রকল্প আমরা করে যাচ্ছি। পদ্মা সেতু নির্মাণ ছিল আমাদের জন্য অত্যন্ত গৌরব, মর্যাদা ও যোগ্যতার প্রতীক। বাংলাদেশ পারে সেটা দেখিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এডিবির সহযোগিতা বেড়েছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য।’
প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা প্রায় তিনগুণ বেড়েছে।
এ সময় তিনি সংকটকালীন সময়ে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি বলেন, ‘বর্তমানে এডিবির ক্রমবর্ধমান অবদান দাঁড়িয়েছে ২৮ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে। এডিবির পোর্টফোলিওতে বাংলাদেশ এখন তৃতীয় বৃহত্তম গ্রাহক।’
আফ/দীপ্ত সংবাদ