২
চলতি আসরের পিএসজির সব ট্রফি জেতা হলো না। লিগ ওয়ান, চ্যাম্পিয়ন্স লিগ, ফ্রেঞ্চ কাপ ও লিগ কাপ জেতা দলটাকে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে থাকল জয়হীন। ইউরোপ চ্যাম্পিয়নদের কাছে ৩–০ গোলে হারাল পিএসজি। অন্যদিকে শিরোপা ঘরে তুলেছে কনফারেন্স লিগ জয়ী চেলসি।
ফাইনালে ম্যাচ শেষে খেলোয়াড়দের পাশাপাশি হাতাহাতিতে জড়িয়েছেন দুদলের কোচ।