বিজ্ঞাপন
রবিবার, জুলাই ১৩, ২০২৫
রবিবার, জুলাই ১৩, ২০২৫

আবু সাঈদ হত্যা: ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জুলাই গণ–অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় রাফিউল ও আনোয়ার নামে আরও ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ২২ জুলাই তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়াও পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাবেক ভিসি হাসিবুরসহ ২৪ আসামির বিরুদ্ধে ৭ দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দু’টি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

রবিবার (১৩ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল২এ আদেশ দেন।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ও আব্দুস সাত্তার পালোয়ান। সঙ্গে ছিলেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।

এর আগে, ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার ৪ আসামি– রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাঈদ।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More