প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের তারিখ নিয়ে এখনো অবগত নয় নির্বাচন কমিশন (ইসি)। সকালে একবার বলেছি, নির্বাচনের তারিখ তো আমি নিজেও জানি না। দুই মাস আগে জানাবো।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ফল উৎসব ও সাংবাদিক এক্সেস কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, ডিটেইল জানিয়ে দেবো। সুতরাং এজন্য একটু ধৈর্য ধরেন, যথাসময়ে আপনারা জানতে পারবেন। অতীতের ভোট জালিয়াতির অপবাদ সবাইকেই নিতে হচ্ছে। তাই ৯১, ৯৬, ২০০১ এর মতো সুষ্ঠু ভোট অনুষ্ঠানে কাজ করতে ভোটের অংশীজনদের প্রতি অনুরোধ জানাচ্ছি।
তিনি বলেন, ‘১৫ বছর ধরে ইসি দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছে। মাত্র অর্ধেক পথ পাড়ি দেওয়া গেছে। যেদিন ভোটার বিনা বাধায় ভোট দিয়ে বাড়ি যাবেন, সেদিন ইসি সফল হবে। প্রত্যেক নাগরিককেই ভোট দিতে হবে। ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন আপ্রাণ চেষ্টা করবে।’
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন‘কে আমরা পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছি। আশা করছি, আগত নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞ ও দক্ষ পর্যবেক্ষকগণ অংশ নেবেন। তবে, যেসব সংস্থা বিগত তিনটি নির্বাচনের ক্ষেত্রে অন্ধভাবে ‘ভালো’ সার্টিফিকেট দিয়েছে, তাদের এবার আমন্ত্রণ জানানো হবে না।’
এ সময় পুলিশ প্রশাসনের উদ্দেশে সিইসি আরও বলেন, ‘আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই সুযোগ।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডি সভাপতি কাজী জেবেল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
এসএ