বহুল আলোচিত চট্টগ্রাম বন্দরের সর্ববৃহৎ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল–এনসিটি পরিচালনা কাজ শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল)।
সোমবার দিবাগত (৭ জুলাই) থেকে সরাসরি ক্রয় পদ্ধতি– ডিপিএমর আওতায় পরবর্তী ছয় মাসের জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব পালন করবে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান সিডিডিএল। বর্তমানে নিযুক্ত থাকা কর্মীরা আগের মতোই এনসিটিতে কাজ করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক।
চট্টগ্রাম বন্দরে চারটি কনটেইনার টার্মিনালের মধ্যে সর্ববৃহৎ কনটেইনার টার্মিনাল (এনসিটি)।
সক্ষমতা ১১ লাখ টিইইউ হলেও এই টার্মিনালে বছরে প্রায় ১৩ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডেলিং করে। রাজস্ব আয় প্রায় ১ হাজার কোটি টাকা।
১৭ বছর পর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এনসিটি পরিচালনা ছাড়তে হচ্ছে বেসরকারি অপারেটর সাইফপাওয়ার টেককে।
নৌপরিবহন মন্ত্রণালয় আগেই জানায়, সাইফ পাওয়ারটেকের সঙ্গে ৬ জুলাই মেয়াদোত্তীর্ণ চুক্তি আর নবায়ন করা হচ্ছে না।
এর আগে গত ২ জুলাই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনটিসি) পরিচালনার দায়িত্ব ৬ মাসের জন্য নৌবাহিনীকে দেয়।