২
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস।
সাউথ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের চোটে পড়ায় সুযোগ মিলেছে সাকিবের।
রবিবার (৬ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দুবাই ক্যাপিটালস ভারতের জিএমআর গ্রুপের মালিকানাধীন।
আগামী মঙ্গলবার জিএসলের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে দুবাই ক্যাপিটালস। নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল ডিসট্রিকসের বিপক্ষে ম্যাচ দিয়েই অভিষেক হওয়ার কথা সাকিবের। সব ঠিক থাকলে আগামী ১৬ জুলাই রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবেন সাকিব।