চতুর্থবারের মতো বাবা হয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। শনিবার (৫ জুলাই) সকালে নেইমারের প্রেমিকা ব্রুনা ব্যাঙ্কার্ডির কোলে আসে তাদের দ্বিতীয় সন্তান, এক কন্যাসন্তান। মেয়ের নাম রেখেছেন ‘মেল’।
নবজাতককে নিয়ে আবেগঘন বার্তা শেয়ার করেন ব্রুনা ব্যাঙ্কার্ডি ইনস্টাগ্রামে। ছোট্ট মেলকে কোলে নিয়ে তোলা ছবির সঙ্গে তিনি লেখেন, “আমাদের মেল এসেছে জীবনকে আরও মিষ্টিময় করতে। স্বাগতম, ছোট্ট রাজকন্যা। ঈশ্বর যেন তোমাকে আশীর্বাদ ও নিরাপত্তায় রাখেন।”
নেইমারের এটি চতুর্থ সন্তান। তার প্রথম সন্তান ডেভিড লুকা জন্ম নেয় ২০১১ সালে, সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের ঘরে। এরপর ব্রুনার গর্ভে জন্ম নেয় কন্যাসন্তান মাভি। তৃতীয় সন্তান একজন পুত্র, যিনি জন্মগ্রহণ করেন নেইমারের আরেক সাবেক প্রেমিকা আমান্ডা কিম্বারলির ঘরে।
মাঠের বাইরে এখন সময়টা পরিবারকে ঘিরেই কাটছে নেইমারের। নতুন সদস্য ‘মেল’–কে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে পুরো পরিবার।