ট্রাক রাখা ও চালকদের বিশ্রামের জন্য ঢাকার ধামরাইয়ে আধুনিক স্ট্যান্ড করার দাবি জানিয়েছেন চালক–মালিকরা। সোমবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ ট্রাক–কাভার্ডভ্যান মালিকর সমিতি ও বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি জানান তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবহন জগতে ট্রাক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প। এ শিল্পকে ধরে রাখতে সুন্দরভাবে সড়কে চলতে দিতে হবে। ট্রাক পার্কিং ও চালকদের বিশ্রামের জায়গার ব্যবস্থা করা হলে একদিকে সড়কে যেমন দুর্ঘটনা কমবে, অন্যদিকে চালকরাও স্বাচ্ছন্দে ট্রাক চালাতে পারবেন।
এ সময় পৌরসভাসহ সড়কে ট্রাকে চাঁদা আদায় বন্ধের দাবিও জানান তারা।
আর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তাদের কর্মপরিধি বাড়ানোর কথা বলা হয়।
বাংলাদেশ ট্রাক–কাভার্ডভ্যান মালিক কমিটির ধামরাই উপজেলা শাখার সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের অ্যাডিশনাল পুলিশ সুপার সামসুল আলম সরকার। এতে বাংলাদেশ ট্রাক–কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদারসহ ট্রাকশ্রমিক ও মালিকরা উপস্থিত ছিলেন৷
এমবিআর/দীপ্ত সংবাদ