এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত হয়েছে আগেই। আজ ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা—তবু থেমে থাকেনি লাল–সবুজের প্রতিনিধিরা। তুর্কমেনিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে শতভাগ জয় নিয়ে অভিযান শেষ করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
শনিবার (৫ জুলাই) ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে আজ তুর্কমেনিস্তানকে ৭–০ গোলে উড়িয়ে দিয়েছে পিটার বাটলার শিষ্যরা।
এই জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’–এর চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
ম্যাচের চতুর্থ মিনিট থেকে বাংলাদেশের গোল–উৎসব শুরু হয়। স্বপ্না রানী বাংলাদেশকে প্রথম লিড এনে দেন। এরপর একে একে গোল করেন শামসুন্নাহার জুনিয়র (৬ ও ১৩ মিনিট), মনিকা (১৬ মিনিট), ঋতুপর্ণা (১৮ ও ৪০ মিনিট), ও তহুরা খাতুন (২১ মিনিট)। প্রথমার্ধ শেষ হওয়ার আগে
মনিকার কর্নার থেকে ঋতুপর্ণার বাঁ পায়ের শটে ৭–০ গোলে লিড পায় বাংলাদেশ।
বিরতির পর লাল–সবুজের প্রতিনিধিদের আক্রমণের ধারাল রূপটি আর দেখা যায়নি। তুর্কমেনিস্তান প্রথমার্ধে দিশেহারা থাকলেও দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে কিন্তু ব্যবধান আর বাড়েনি।
৭–০ গোলের ব্যবধানে জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
গ্রুপ ‘সি’–এর রানার্সআপ হয়েছে স্বাগতিক মিয়ানমার, যারা আজ শেষ ম্যাচে বাহরাইনকে হারিয়েছে ৬–০ গোলে।
উল্লেখ্য, শক্তিশালী বাহরাইন‘কে ৭–০ গোলে উড়িয়ে দিয়ে ‘উইমেন্স এশিয়ান কাপ বাছাইপর্ব’ শুরু করেছিলো বাংলাদেশ। এরপর ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমার‘কে হারিয়ে টানা দুই জয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে লাল–সবুজের প্রতিনিধিরা।
প্রসঙ্গত, ২০২৬ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ায় হবে এএফসি নারী এশিয়ান কাপ চূড়ান্ত পর্ব।
মোহাম্মদ হাসিব/এসএ