‘কালো ছায়াকে পরাভূত করে এসো আলোকময় দ্যুতি ছড়াই‘ এই স্লোগানে গাইবান্ধায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং বিরোধী স্কুল কলেজের শিক্ষার্থীদের দুইদিনব্যাপী এক সচেতনতামূলক অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার(১৩মার্চ) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুরের লেংগা বাজার আইডিয়াল কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান শুরু হয়।
সাংবাদিক ময়নুল ইসলাম এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ বিষয়ে সচেতন থাকতে স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অধ্যক্ষ টি আই এম মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিশেষ অতিথি কবি সরোজ দেব, অতিরিক্ত পুলিশ সুপার ইলিয়াস জিকু, নারী নেত্রী রিকতু প্রসাদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান।
পরে উন্নত সমাজ গঠনের প্রত্যয়ে শত শত শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করান কবি সরোজ দেব।
অনুষ্ঠানে ৪টি স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনু/দীপ্ত সংবাদ