নতুন অধিনায়ক মেহেদী মিরাজের নেতৃত্বে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।
বাংলাদেশের ওয়ানডে দলে অভিষেক হয়েছে পারভেজ ইমন এবং তানভীর ইসলামের। সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক এবং মাহমুদউল্লাহ টাইগার ক্রিকেটের এই পঞ্চপাণ্ডবদের ছাড়া, ২০ বছর এবং ৩৩১টি ওয়ানডে ম্যাচ পর শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। একাদশে এই পাঁচজন লঙ্কানদের বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেছিলো ২০০৫ সালের ৪ সেপ্টেম্বর।
শ্রীলঙ্কা একাদশ
নিশান মাদুশকা, পথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালঙ্কা (অধিনায়ক), জনিথ লিয়ানাগে, মিলান রথনায়কে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থেকশানা, এশান মালিঙ্গা ও আসিথা ফারনান্দো।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।