জুভেন্টাসকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচ খেলেই বিদায় নিতে হলো তুরিনের ওল্ড লেডিদের। আরেক ম্যাচে মন্টেরিকে ২–১ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ফলে সেমিতে উঠার লড়াইয়ে রিয়ালের প্রতিপক্ষ জার্মান জায়ান্টরা।
আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ হেডে ডেডলক ভাঙেন গঞ্জালো গার্সিয়া। এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ। তাতে স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার–ফাইনালের মঞ্চে উঠলো জাভি আলোনসো শিষ্যরা।
হাইভোল্টেজ ম্যাচ দিয়ে চলতি আসরে প্রথম খেলতে নামেন কিলিয়ান এমব্বাপে। জ্বরের কারণে আগের ম্যাচগুলো খেলতে পারেননি এই ফরাসি স্ট্রাইকার। প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ দুই দল ভাগ করে নিলেও আক্রমণে এগিয়ে ছিলো রিয়াল। তাদের ২২টি শটের ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে জুভেন্টাস ছয়টি আক্রমণের দু‘টি লক্ষ্যে রাখতে পারলেও সেগুলো লক্ষ্যে ছিলো না। এভাবেই গোল শুন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ওপর চাপ আরো বাড়ায় লসব্লাঙ্কোরা। অবশেষে ৫৪ মিনিটে ডেড লক ভাঙেন গার্সিয়া।
শেষ দিকে মুয়ানি বক্সে পড়ে গেলে পেনাল্টি আবেদন করে তুরিনের ওল্ড লেডিরা। কিন্তু রেফারির সাড়া না মেলায় হারের হতাশার পাশাপাশি টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় তাদের।
মোহাম্মদ হাসিব/এজে/দীপ্ত সংবাদ