জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের তালিকায় আরও ১০ জনের নাম গেজেটভুক্ত করেছে সরকার।
সোমবার (৩০ জুন) হালনাগাদ তালিকাটি গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
প্রকাশিত গেজেট অনুযায়ী, নতুন করে তালিকাভুক্ত হওয়া ১০ শহীদ হলেন—কুড়িগ্রাম জেলার মো. রফিকুল ইসলাম, শরীয়তপুর জেলার নড়িয়ার বাঁধন, ঢাকা জেলার পূর্ব সেনপাড়া পর্বতা এলাকার কবির, যাত্রাবাড়ী এলাকার কুতুবখালীর মো. নাসির হোসেন, দনিয়ার মো. নুর হোসেন ও উত্তর কুতুবখালীর মো. আসলাম, চট্টগ্রাম জেলার ডবলমুরিংয়ের মো. হাছান, নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ইয়াছিন, যশোর সদরের আ. আজীজ এবং বাগেরহাট জেলার মোরেলগঞ্জের মো. নুরু বেপারী।
এর আগে, গত ১৫ জানুয়ারি অভ্যুত্থানে শহীদ ৮৩৪ জনের নাম গেজেট আকারে প্রকাশ করা হয়েছিল। নতুন ১০ জনের নাম যুক্ত হওয়ায় এখন মোট ৮৪৪ জন শহীদের নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হলো।
গেজেটে শহীদদের নামের পাশাপাশি গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, পিতা–মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জেলা ও বিভাগও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ এর ৭ (ক) ধারা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল–১ (অ্যালোকেশন অব বিজনেস) এর ক্রমিক নম্বর–২৩ এর দেয়া ক্ষমতাবলে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
এসএ