ফিফা ক্লাব বিশ্বকাপে অবিশ্বাস্য লড়াইয়ে ম্যানটেস্টার সিটিকে বিদায় করে ইতিহাস গড়লো আল হিলাল। ২–২ সমতায় শেষ হওয়া ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৪–৩ গোাল ব্যবধানে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিলো সিটিজেনরা। অন্যদিকে, সৌদি ক্লাবের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ম্যানচেস্টার সিটি।
ক্লাব বিশ্বকাপের এ যাবতকালের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচে আল হিলালের কাছে হেরেছে ব্রিটিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে সিটিজেনদের। মার্কোস লিওনার্দোর ১১২তম মিনিটের জয়সূচক গোলে সৌদি আরবের এই দলটি অরল্যান্ডোতে সাত গোলের এই থ্রিলারে জয় পায়।
বার্নার্ডো সিলভা প্রথমার্ধে সিটিকে এগিয়ে নিলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলা হয়ে ওঠে অপ্রত্যাশিত। ম্যালকমের পর ও সিটির তারকা হাল্যান্ডের গোলো নির্ধারিত সময় শেষ হয় ২–২ সমতায়। ভাগ্য নির্ধারনে ম্যাচ যায় অতিরিক্ত সময়ে।
৯৪ মিনিটে কালিদু কুলিবালি আবারো এগিয়ে নেন আল হিলালকে। ১০ মিনিটের ব্যবধানে ফিল ফোডেন সিটিকে আবারো সমতায় ফেরান। আর ভাগ্য নির্ধারনি গোলটি হয় ম্যাচের ১১২ মিনিটে। ম্যাচের হিরো বনে যান রিবাউন্ডে লিওনার্দো।
এদিকে ফিফা ক্লাব বিশ্বকাপে ইউরোপের অন্যতম জায়ান্ট ইন্টার মিলানের যাত্রা শেষ হলো শেষ ষোলোতেই। সোমবার দিবাগত রাতে নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স ২–০ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে।
ফ্লুমিনেন্স কোচ রেনাতো তিন ডিফেন্ডার নিয়ে দল সাজিয়ে যে কৌশল নেন, তা পুরোপুরি সফল হয়। ইন্টার মিলান বল দখলে আধিপত্য রাখলেও আক্রমণে ছিলো নিষ্প্রভ। ম্যাচের তৃতীয় মিনিটে কানো‘র গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয় ৯০ মিনিট পর্যন্ত। ম্যাচে ইন্টার বল দখলে ৬৯ শতাংশ সময় নিয়ন্ত্রণ করলেও, সুযোগ তৈরি ও কার্যকরিতে এগিয়ে ছিলো ফ্লুমিনেন্স।
মোহাম্মদ হাসিব/এজে/দীপ্ত সংবাদ