বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগের প্রতিশ্রুতির মধ্য দিয়ে সোমবার (১৩ মার্চ) শেষ হচ্ছে বাংলাদেশ বিজনেস সামিট–২০২৩। রবিবার (১২ মার্চ) বিনিয়োগের নীতি সহজীকরণের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ–গ্যাস সরবরাহের জন্য আহ্বান জানিয়েছেন বিদেশী বিনিয়োগকারীরা। সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিদেশী বিনিয়োগকারীদের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করা হয়েছে। তাদের সর্বোচ্চ সুবিধা দেয়া হচ্ছে।
তিন দিন ব্যাপি বাংলাদেশ বিজনেস সামিটের দ্বিতীয় দিনে প্রতি সেশনেই অংশ নিয়েছেন দেশী–বিদেশী বিনিয়োগকারীরা। সেশনের শুরুতেই তুলে ধরা হয়, বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার নানা দিক। সামিটে উপস্থিত সকল অতিথি তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বিদেশী বিনিয়োগকারীদের শুল্ক ছাড়সহ বিভিন্ন নীতি সহায়তা দিচ্ছি আমরা। ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা আছে আমাদের এখানে। আশা করি এই অপার সম্ভাবনার ট্রেন আপনারা মিস করবেন না।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বিনিয়োগের উপযুক্ত স্থান বাংলাদেশ। এখানে সন্ত্রাসমূলক কার্যক্রমে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমার আশা, এমন পরিবেশে বিনিয়োগ করবেন আপনারা।
আগ্রহের কথা জানিয়ে বিদেশী বিনিয়োগকারীরা বলেন, ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন নীতি আরো সহজ করতে হবে। গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিতেরও তাগিদ দেন তারা।
ইয়োঙ্গান করপোরেশনের চেয়ারম্যান কী হ্যাক সাং বলেন, বাংলাদেশের অর্থনীতির চলমান অগ্রগতিতে আমরাও সামিল হতে চাই। তবে বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ–গ্যাসের সরবরাহও খুব জরুরি। আশা করি বাংলাদেশে বিনিয়োগ নীতি আরো সহজ হবে।
বিদেশী বিনিয়োগকারীদের কাছে, বাংলাদেশের অবকাঠামো ও প্রযুক্তি খাতের উন্নয়ন অগ্রগতি তুলে ধরা হয় বিজনেস সামিটে।
এফএম/দীপ্ত সংবাদ