নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ হয়েছেন। রবিবার (১২ মার্চ) রাতে সদর উপজেলার মাসদাইর এলাকার এম এস টাওয়ারের ৬ষ্ঠ তলায় এই ঘটনা ঘটে।
বিস্ফোরণের ফলে ওই ভবনে আগুন ধরে যায়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ও ফতুল্লা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
দগ্ধরা হলেন: ওই এলাকার ফটোকপির দোকানি মাসুদ পাটোয়ারীর স্ত্রী কুলসুম বেগম ও তাঁর তিন বছরের ছেলে মোহাম্মদ খালিদ।
আল আমিন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রাতে হঠাৎ বিকট শব্দে পুরো বিল্ডিং কেঁপে ওঠে। শব্দ শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি, মাসুদের ফ্লাট থেকে আগুনের ধোয়া বের হচ্ছে। আমরা স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসে খবর দেই। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মাসুদের স্ত্রী ও ছেলেকে দ্বগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দগ্ধদের স্বজন সাকিনা জানান, মাসুদ ভাই দোকানে কাজ করছিলেন। তার স্ত্রী আর সন্তান বাসায় ছিলেন। হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ হয়। এতে কুলসুম ও তার ছেলে খালিদ গুরুতর আহত হয়। তাদের দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ–সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, ১০ তলা ওই ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ ও ফতুল্লা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ফ্লাটের থাকা মা ও ছেলে দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওই ফ্ল্যাটে বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটতে পারে। তদন্ত শেষে বিস্ফোরণের আসল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এমবিআর/দীপ্ত সংবাদ