দীর্ঘ ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে গেছেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে নগর ভবনে প্রবেশ করেন তিনি।
নগর ভবনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রশাসক শাহজাহান মিয়া। তিনি বলেন, “আজ থেকেই সব বিভাগের কার্যক্রম শুরু হবে। আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। বাজেট প্রণয়নসহ অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ দ্রুতই সম্পন্ন করা হবে।”
উল্লেখ্য, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলনে নামে একটি পক্ষ। ইশরাকের সমর্থকেরা নগর ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে প্রশাসক শাহজাহান মিয়া অফিস করতে না পেরে বাইরে থেকে কার্যক্রম চালিয়ে আসছিলেন।
গত রবিবার আন্দোলনকারীরা দৈনন্দিন সেবা চালুর ঘোষণা দেন। যদিও তখনও প্রশাসকের নগর ভবনে প্রবেশ নিয়ে অনিশ্চয়তা ছিল।
তবে আজ প্রশাসক নগর ভবনে এলে তাকে অভ্যর্থনা জানান আন্দোলনে থাকা কর্মচারীরাই। সংস্থার প্রকৌশল বিভাগের অনেক কর্মকর্তাকেও আজ নগর ভবনে উপস্থিত থাকতে দেখা গেছে।
বিএনপিপন্থী শ্রমিক ইউনিয়নের নেতা আরিফ চৌধুরী গণমাধ্যমকে বলেন, “উচ্চ পর্যায়ের নির্দেশে আমরা এখন থেকে প্রশাসককে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”