বুধবার, জুলাই ২৩, ২০২৫
বুধবার, জুলাই ২৩, ২০২৫

‘১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানী থেকে দ্রুত কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছে মহানগরীর দুই সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ)। শনিবার (৭ জুন) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির সব বর্জ্য অপসারণে সক্ষম হবে। নগরবাসীর ঈদ আনন্দ যাতে বর্জ্যের কারণে বিঘ্নিত না হয়, সে বিষয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুত।”

ডিএসসিসি সূত্রে জানা গেছে, নগরীর ৭৫টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণে কাজ শুরু হয়েছে। এ কার্যক্রমে ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রয়েছেন। এছাড়াও ব্যবহৃত হচ্ছে ২ হাজার ৭৯টি যানবাহন, যার মধ্যে রয়েছে ২০৭টি ডাম্প ট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কনটেইনার ক্যারিয়ার এবং ১৬টি পেলোডার। এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ডিএসসিসির জরুরি পরিচালন কেন্দ্রে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে, যেখান থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া, ডিএসসসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনিও আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই উত্তর সিটি এলাকার সব বর্জ্য অপসারণ সম্ভব হবে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More