মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

নতুন নোট আসছে কবে, জানাল বাংলাদেশ ব্যাংক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রযুক্তিগত স্থাপত্য’ শিরোনামে নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০ এবং ২০ টাকার মূল্যমানের ব্যাংক নোট আগামী ১ জুন থেকে ইস্যু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এদিন থেকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ সকল শাখা অফিসে এবং পর্যায়ক্রমে তফসিলি ব্যাংকগুলোর নির্ধারিত শাখায় নতুন নোট বিতরণ শুরু হবে।

বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন সিরিজে ১০০০, ৫০ ও ২০ টাকার নোটে আধুনিক ডিজাইন এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নতুন নোটগুলোতে থাকবে জাতীয় স্থাপত্য এবং প্রযুক্তিগত উন্নয়নের প্রতীক হিসেবে নির্বাচিত চিত্রাবলি, পাশাপাশি সর্বাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন উইন্ডো সিকিউরিটি থ্রেড, ওভিআই ইনক, জলছাপ ও ইউভি ইনকের ব্যবহার।

নতুন ১০০০ টাকার নোটের সম্মুখপৃষ্ঠায় থাকবে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনের অংশে থাকবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিত্র। এতে গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকবে এবং নোটের আকার হবে ১৬০ মি.মি. × ৭০ মি.মি.

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট চালুর ফলে পুরোনো নোটগুলো বাতিল করা হবে না। পুরোনো নোটগুলোও সমানভাবে বৈধ এবং চালু থাকবে।

তবে নতুন নোট বাজারে ছাড়ার আগে প্রশিক্ষণ ও প্রচারণার জন্য সীমিত সংখ্যক স্পেসিমেন (Specimen) নোট বিভিন্ন ব্যাংকে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More