বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ (বিশেষ উল্লেখযোগ্য) স্বীকৃতি পেয়েছে।
শুক্রবার (২৩ মে) ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শনিবার উৎসবের সমাপনী দিনে ছবিটির স্বীকৃতির ঘোষণা আসে।
‘আলী’ পরিচালনা করেছেন আদনান আল রাজীব। এটি বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্যাটালগ’–এর প্রথম প্রযোজনা। এ বিষয়ে আদনান গণমাধ্যমকে বলেন, ‘গায়ে কাঁটা দিচ্ছে, এটা তো স্বপ্নের মতো।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, যখন আপনি সত্য বলেন, সেটা সবাই অনুভব করতে পারে। আমি নির্মাতা হিসেবে নিজের গল্প নিয়ে মুখোমুখি হচ্ছি। ভয় নেই, কারণ আমি জানি এটা আমার সত্য।’
নাটক, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্র নির্মাণে ১৮ বছর পেরিয়ে নির্মাতা হিসেবে এই প্রথম কান থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আদনান। ‘আলী’ ছবিটির শুটিং হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে, সিলেটের বিভিন্ন লোকেশনে। টানা পাঁচ দিন ধরে শুটিং করেন তিনি।
ছবিটির গল্প প্রসঙ্গে কানের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, এক উপকূলীয় শহরে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। তবে তার গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন।
আদনান জানান, প্রথমে কানে জমা দেওয়ার কথা ভাবেননি। পরে অভিনব ভাবনা মাথায় আসায় প্রতিষ্ঠান ‘ক্যাটালগ’–এর মাধ্যমে কাজটি শুরু করেন। বাংলাদেশ থেকে তিনি ও তানভীর এবং ফিলিপাইন থেকে আরও দুই বন্ধু মিলে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। ফেব্রুয়ারিতে ছবিটি জমা দেওয়ার পরই মনোনয়নের খবর পান।
‘আলী’ হচ্ছে প্রতিষ্ঠানটির প্রথম ছবি এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী গর্বিত একটি নাম।
আল