ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে ২ বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
শনিবার (২৪ মে) দিবাগত রাত দেড়টায় খাদলা সীমান্তের শ্যামনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন– শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা শঙ্কামুক্ত
জানা গেছে, রাত দেড়টার দিকে শ্যামপুর এলাকার ছয় ব্যক্তি বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারত সীমান্তের অন্তত দেড়শ গজ ভেতরে ঢুকে পড়ে। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে ছররা গুলি ছোঁড়ে। এতে রবিউল ও আজাদ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, কসবা সীমান্ত দিয়ে ঈদ সামনে রেখে ভারত থেকে গরু ও মসলা আনতে বেপরোয়া চোরাকারবারিরা। এদিক দিয়ে আগরতলা থেকে চোরাই মোটরসাইকেলও আনা হয়। এছাড়াও আসছে কসমেটিকস, পটকাসহ বিভিন্ন পণ্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, সীমান্তে ২ বাংলাদেশি গুলিতে আহত হয়েছেন বলে খবর পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এ বিষয়ে বিকেলে বিএসএফ সদস্যদের সঙ্গে পতাকা বৈঠক আছে। সেখানে গুলির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
এসএ