ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে দায়ের করা একটি রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। এর ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুকে একটি বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন, যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে সারজিস আলম লেখেন: “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কী?”
তার এই মন্তব্যে আদালতের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার ইঙ্গিত পাওয়া গেছে বলে মত বিশ্লেষকদের। অনেকে এটিকে ‘বিচারব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ’ হিসেবে দেখছেন।
পরবর্তিতে আরও এক পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘টাকা আর রাজনৈতিক দলের সুপারিশের মাধ্যমে বহু হত্যাকারী আওয়ামী লীগার জামিন পেয়ে যাচ্ছে। অন্যদিকে, অর্থ বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকায় অনেক নির্যাতিত মানুষ আজও জামিন থেকে বঞ্চিত।‘
শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা দায়ের হয়েছিল, সেগুলোকে ‘মিথ্যা’ আখ্যায়িত করে তিনি উল্লেখ করেন, ‘সেসব মামলার কারণে এখনো বহু নির্দোষ আলেম কারাগারে বা আদালতের বারান্দায় ঘুরছেন।‘
এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘কীভাবে এমন জামিন হয়? কার সুপারিশে? কোন আইনজীবী বা বিচারকের সহায়তায় তা সম্ভব হয়?’
এছাড়াও সারজিস আলম লিখেছেন, ‘প্রকাশ্য দিবালোকে সরকারের নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এত রক্ত ঝরল, অথচ নয় মাসেও একটি হত্যার বিচার শেষ হলো না। একটি মামলারও নিষ্পত্তি হলো না। তাহলে আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল এই ব্যর্থতা এড়াতে পারেন কি?’
সবশেষে তিনি মন্তব্য করেন, ‘তাহলে কি আমাদের এখন আসিফ নজরুলের পদত্যাগ দাবি করা উচিত নয়?’
আল