বৃষ্টি উপেক্ষা করেই অষ্টম দিনের মতো ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। এর আগে টানা কয়েকদিন তারা নগর ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে এবং বৃষ্টির মধ্যেও রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।
তারা জানান, রাতভর কাকরাইল মোড়েই অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন এবং সকালেও অব্যাহত আছে।
সকাল সোয়া আটটার দিকে দেখা যায়, কাকরাইল মোড় থেকে যমুনার দিকে যেতে সড়কের ডান পাশে পুলিশের ব্যারিকেডের সামনে শতাধিক নেতা–কর্মী বসে ও দাঁড়িয়ে রয়েছেন। ছোট ছোট দলে আশপাশে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছেন আরও নেতাকর্মী।
সারা রাত অবস্থান করা কিছু নেতাকর্মীকে বিশ্রাম নিতে দেখা যায়। কেউ কেউ আবার রাস্তায় বিছিয়ে রাখা ত্রিপলে শুয়ে–বসে বিশ্রাম নিচ্ছিলেন। কাকরাইল মোড় থেকে মৎস্য ভবনের দিকে যাওয়ার সড়কে বেশ কিছু নেতাকর্মী ইশরাকের পক্ষে স্লোগান দিতেও দেখা যায়।
আজ সপ্তাহের শেষ কর্মদিবসে সংশ্লিষ্ট সড়কপথ দিয়ে কর্মস্থলের দিকে যাওয়া লোকজনকে ভোগান্তিতে পড়ছেন। এরইমধ্যে শুরু হয়েছে বৃষ্টি। মৎস্য ভবনসংলগ্ন মোড়ে দেয়া প্রতিবন্ধকতা পেরিয়ে কাকরাইল মোড়ে আসা অনেক মোটরসাইকেল চালককে উল্টো দিকে ঘুরিয়ে দিতে দেখা গেছে অবস্থানকারী নেতাকর্মীদের।
আল