অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
বুধবার (২২ মে) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপেদষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আদালতের রায় অনুযায়ী আমাকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর কথা ছিল। ‘আমাকে মেয়র হিসেবে আদালতের দেওয়া রায়ের ওপর তারা হস্তক্ষেপ করছে। এখনই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করছি। তাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নেই, কোনো শত্রুতা নেই।’
বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকারের মধ্যে নতুন দলের কয়েকজনের রয়ে গেছে। এই দলের প্রতি আমাদের অনেকে আশাবাদ ছিল। তাদের দুজন উপদেষ্টা এই সরকারে থেকে অনেক কিছুতে হস্তক্ষেপ করছে।’
আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করার আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটির মেয়র হওয়া উদ্দেশ্য নয়, বৈষম্যের প্রতিবাদ করার জন্যই আন্দোলনে একাত্মতা প্রকাশ করছি। এটি কোনো পদের আন্দোলন নয়, জাতীয় নির্বাচনের আন্দোলন।’