সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে নেইমারের পায়ে। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা এখনো নিশ্চিত নয়। কাতারের রাজধানী দোহার ‘এএসপিইটিআর ক্লিনিক’-এ নেইমারের ডান পায়ের গোঁড়ালিতে অস্ত্রোপচার করা হয়।
জানা যাচ্ছে, অস্ত্রোপচারের পর পিএসজি তারকা ভালো আছেন। আপাতত পুরোপুরি নিয়ম মেনে বিশ্রামে থাকবেন তিনি।
গত ২০ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে ফরাসি লিগের ম্যাচে ডান গোড়ালিতে চোট পান নেইমার। তবে এবারই প্রথম নয়। এই একই জায়গায় ক্যারিয়ারে আরও কয়েকবার চোট পেয়েছেন ইতিহাসের সবচেয়ে দামি এই ফুটবলার। এবারের চোট পাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, নেইমারের গোড়ালির লিগামেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আরও একবার অস্ত্রোপচারের টেবিলে যেতে হলো তাকে।
এর আগে গত সোমবার পিএসজি জানিয়েছিল নেইমারের অস্ত্রোপচার করানো হবে। এ কারণে তিন থেকে চার মাস মাঠের কাটাতে হবে তাকে। অর্থাৎ চলতি মৌসুমের বাকি সময় তাকে মাঠে পাবে না পিএসজি।
পিএসজির হয়ে লিগ ওয়ান ম্যাচে মাত্র ৪৯ শতাংশ ম্যাচ খেলেছেন নেইমার। অর্থাৎ পিএসজিতে আসার পর ২২৮ ম্যাচের মধ্যে খেলেছেন মাত্র ১১২টিতে।
আল/দীপ্ত