ধোঁয়াশা কাটিয়ে শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে বাংলাদেশ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ। সাম্প্রতিক ভারত–পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষিতে ৫ ম্যাচের পরিবর্তে ৩ ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য বুধবার (২১ মে) ১৬ জনের দল ঘোষণা করেছে পিসিবি। ঘোষিত স্কোয়াডে রয়েছে কিছুটা চমক। দলের বড় তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদি নেই।
রিজওয়ান না থাকায় দলটির নেতৃত্বে থাকছেন সালমান আলি আঘা আর সহ–অধিনায়ক হয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার শাদাব খান।
সিরিজের চূড়ান্ত সময়সূচি নিয়ে এখন পর্যন্ত আছে সংশয়। যদিও পিসিবি’র অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য এখন পর্যন্ত বলছে, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৭ মে। ২৯ ও ৩১ মে অনুষ্ঠিত বাকি দুই ম্যাচ।
পাকিস্তান স্কোয়াড
সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।
এসএ