ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বুধবারের (২১ মে) মধ্যে দায়িত্ব বুঝিয়ে না দিলে ঢাকা অচলের ঘোষণা দিয়েছে ইশরাকপন্থিরা।
মঙ্গলবার (২০ মে) বিকেলে ৬ষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে ঢাকাবাসীর পক্ষে এই ঘোষণা করেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান।
তিনি বলেন, আমরা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে ইশরাক হোসেন‘কে দায়িত্ব বুঝিয়ে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আবারও সকাল ১০টায় নগর ভবনের সামনে একত্রিত হয়ে আরও কঠোরতম কর্মসূচী দেওয়া হবে।
একইসঙ্গে ঢাকা অচলেরও হুঁশিয়ারি দেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান।
এ সময় কর্মসূচি ঘোষণার মঞ্চে আন্দোলন এবং দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মচারী ইউনিয়ন।
এসএ