হজ পালনের উদ্দেশ্যে ২০২৫ সালে বাংলাদেশ থেকে রবিবার (১৮ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৪৯ হাজার ১০৩ হজযাত্রী।
রবিবার (১৮ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
হেল্প ডেস্কের তথ্য মতে, সরকারি–বেসরকারি মোট ১২৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পৌঁছান ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৫২০ জন হজযাত্রী।
১২৪ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬২টি, সৌদি এয়ারলাইন্স ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে, চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭জন পুরুষ ও ১জন নারী।
উল্লেখ্য, ২০২৫ সালে হজযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২৯ এপ্রিল, হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত।হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।
এসএ