ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে খুনের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার পৌর এলাকার মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম হাসান মিয়া (২৮)। তার বাড়ি কুমিল্লা জেলায়। তিনি নববধূ জান্নাত আক্তারকে (২৩) নিয়ে আখাউড়া মসজিদ পাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। জান্নাতের বাড়ি আখাউড়া উপজেলার শান্তিনগরের।
ঘটনার পর অভিযুক্ত জান্নাত আক্তারকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী হত্যার কথা স্বীকার করেছেন এবং হত্যার পেছনে দুটি কারণ জানিয়েছেন।
শনিবার (১৭ মে) ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে শনিবার দুপর ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ‘গত ৯ মে হাসান ও জান্নাতের বিয়ে হয়। তবে, অন্য আরেকটি ছেলের সঙ্গে জান্নাতের প্রেমের সম্পর্ক ছিল।’
ওসি বলেন, ‘বিয়ে পর স্বামী বারবার ওই নারীর সঙ্গে অন্তরঙ্গ হতে চাইতেন, কিন্তু এ ব্যাপারে জান্নাতের আপত্তি ছিল। ঘটনার রাতেও তিনি এ বিষয়ে স্বামী হাসানকে আপত্তি জানান। তবে স্বামী জোরাজুরি করার পর কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে বালিশচাপা দিয়ে তাকে হত্যা করেন জান্নাত।’ সূত্র: ইউএনবি।