জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে জনদাবি বাস্তবায়নের ‘কাকরাইল মোড়‘ নতুন কেন্দ্রে পরিণত হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন।
শুক্রবার (১৬ মে) কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবহেলিত, বঞ্চিত, নিষ্পেষিত—এটা ঐতিহাসিকভাবে সত্য। এবং এই বৈষম্য নিরসনের জন্য শিক্ষার্থীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের দলমত নির্বিশেষে শিক্ষক–কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিয়েছে। সুতরাং আমাদের যে দাবি, তা পূর্ণাঙ্গরূপে মানতে হবে। আমরা এমন একটি পর্যায়ে উপনীত হয়েছি, এখন আমাদের আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।’
রইস উদ্দিন আরও বলেন, ‘আমাদের দাবি পূর্ণাঙ্গরূপে মানতে হবে, না হলে বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত হবে। আমরা এখান থেকে একচুল পরিমাণ সরব না।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি নোবেল বিজয়ী; আপনি আমাদের অভিভাবক। আপনি আপনার জায়গায় থেকে অভিভাবকের দায়িত্বটুকু পালন করেন। আমাদেরকে বেয়াদবি করার সুযোগ দেবেন না। আমরা বেয়াদবি করতে চাই না। আমরা বেয়াদব না।’
অধ্যাপক রইছ বলেন, এ দেশের প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার প্রত্যাশা করে। ৩ দিন ধরে আমার শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি। অথচ চাইলে প্রথম দিনই তার সমাধান করা যেত।
এসএ