ছাত্র–জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে তরুণদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হয়ে ওঠে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ। তবে ৯ মাস পার হলেও এখনো প্রতীক্ষিত ঘোষণাপত্র প্রকাশ করতে পারেনি অন্তর্বর্তী সরকার।সবশেষ ১০ মে সরকার জানায়, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে।
ইতোমধ্যে সেই ঘোষণার ৪ দিন পার হয়েছে। বিষয়টি মনে করিয়ে দিয়েছেন শেখ হাসিনা সরকার পতনের সক্রিয় ভূমিকা রাখা জাতীয় নাগরিক পার্টি শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (১৬ মে) নিজ ভেরিফাইড ফেসবুকে ‘জুলাই বিপ্লব’–এর সময়কার একটি ভিডিও শেয়ার করেন হাসনাত।
পোস্ট ক্যাপশনে হাসনাত লিখেন— ‘জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২৬ কর্মদিবস।’
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় পাঁচ মাস পর, গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ছাত্ররা একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র প্রকাশ করতে উদ্যোগ নেয়। কিন্তু আগের দিন রাতে সরকারের জরুরি প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকার নিজেই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করবে।
এসএ