বিজ্ঞাপন
বুধবার, মে ১৪, ২০২৫
বুধবার, মে ১৪, ২০২৫

ফেসবুক-ইউটিউবসহ আ.লীগের ডিজিটাল প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলোর ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সসহ (সাবেক টুইটার) বিভিন্ন ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি।

বুধবার (১৪ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে ইতোমধ্যে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। সে অনুযায়ী ডিজিটাল কার্যক্রমও নিষিদ্ধের আওতায় পড়ে। ফলে বিটিআরসিকে নির্দেশনা দেয়া হয়েছে যেন তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে।

শীষ হায়দার আরও জানান, চিঠির ভিত্তিতে বিটিআরসি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মূল কোম্পানিগুলোর—যেমন মেটা (ফেসবুক), ইউটিউব ও এক্সএর—কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠাবে। এসব কোম্পানি তাদের নিজস্ব নীতিমালার আলোকে বিষয়টি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এদিকে সরকার নির্দেশনা জারির পর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও মোবাইল অপারেটররা নিজেদের নেটওয়ার্ক ব্যবহার করে আওয়ামী লীগের কোনো ধরনের প্রচার কার্যক্রম চালানো সম্ভব না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ১২ মে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের সভাসমাবেশ, মিছিল, প্রচারণা, গণমাধ্যমে উপস্থিতি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে যেকোনো ধরনের প্রচার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। সন্ত্রাসবিরোধী (সংশোধিত) অধ্যাদেশের আওতায় এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এছাড়াও, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More