সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়া হয়েছে।
সোমবার (১২ মে) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে সকালে এ প্রতিবেদন হস্তান্তর করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেয়ার প্রমাণ মিলেছে বলে জানা গেছে।
এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্রিফিং করবে প্রসিকিউশন। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যা, গণহত্যা ও ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি রয়েছে। এসব মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানসহ ১৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।