অবৈধভাবে ভারতে অবস্থান করা ৯ বাংলাদেশিকে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (৯ মে) সকালে বিরল উপজেলার কিশোরীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত আসার সময় আটক হন তারা।
পরে বিকেলে চারটায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
আটকরা হলেন– বিরল উপজেলার নাগরবাড়ী গ্রামের মৃত খোকা মোহাম্মদের ছেলে মতিউর রহমান (৪৫), একই উপজেলার মানিকপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), রতনপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে সামিউল ইসলাম (৩৫), ওকড়া গ্রামের মনছুর আলীর ছেলে নুরজামাল(৪০), বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে রমজান আলী (২৩), একই উপজেলার মোবারকপুর গ্রামের মাজেদুর রহমানের আরমান আলী (২৫) ও কাজল ইসলাম (২০), গোপালপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে নাঈম হোসেন (২৩), সাহাজুল ইসলামের ছেলে রিপন ইসলাম (২৭)।
কিশোরীগঞ্জ বিওপি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাফ হোসেন ও ভারতীয় বিএসএফ ক্যাম্প কমান্ডার ধর্মাঞ্জয় রায় জানান, পতাকা বৈঠকের পর ৯ বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।
কিশোরীগঞ্জ ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাফ হোসেন ৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনার সংবাদ নিশ্চিত করে বলেন, ফিরে আসা ৯ বাংলাদেশিকে বিরল বিএসএফথানায় হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুরের বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর জানান, বিজিবির কাছে থে_কে নয় বাংলাদেশিকে বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। এদের বিষয়ে তদন্ত–পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুলতান মাহমুদ/ এজে/দীপ্ত সংবাদ