ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী ‘শাহবাগ মোড়‘ ছাড়া দেশের অন্য কোনো হাইওয়ে সড়ক বন্ধ না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শনিবার (১০ মে) রাত ৪টার দিকে নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে তিনি লিখেন, ‘ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।’
উল্লেখ্য, গণহত্যাকারী দল হিসেবে ‘আওয়ামী লীগ‘ নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা‘ সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৯ মে) বিকাল সাড়ে ৪টায় হাসনাত ‘শাহবাগ‘ অবরোধের ডাক দেন।
এসএ