বিজ্ঞাপন
শুক্রবার, মে ৯, ২০২৫
শুক্রবার, মে ৯, ২০২৫

আইভীকে গ্রেপ্তারে ত্বকীর বাবার প্রতিবাদ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়া তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। শুক্রবার (৯ মে) সকালে দেয়া একটি ফেসবুক পোস্টে তিনি আইভীর গ্রেপ্তারের ঘটনাকে ন্যায়বিচারের পরিপন্থীএবং প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণহিসেবে আখ্যায়িত করেন।

পোস্টে রাব্বি বলেন, ‘ডা. সেলিনা হায়াৎ আইভীকে আজ (শুক্রবার) সকালে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাই।তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জে নানা অপরাধে অভিযুক্ত শামীম ওসমানকে সসম্মানে দেশ থেকে পালাতে সহায়তা করা হলেও, আইভীর বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসা’র জেরেই হত্যা মামলা দেয়া হয়েছে।

রফিউর রাব্বি বলেন, ‘আইভী যতদিন চেয়ারম্যানমেয়র ছিলেন, তিনি কখনো দলীয় পক্ষপাতিত্ব করেননি। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ সকল দলের মানুষকেই সমান সহযোগিতা করেছেন। দলের লোকদের অন্যায়অপরাধের বিরুদ্ধে বরাবরই তিনি প্রতিবাদ করেছেন। এ কারণেই তিনি শেখ হাসিনার সুনজরে আসতে পারেননি।

তিনি আরও বলেন, ‘আইভীর বিরুদ্ধে শামীম ওসমান তিনবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিলেও প্রমাণ মেলেনি। এমনকি ৫ আগস্টের ঘটনার পর আবার তদন্ত শুরু হলেও তার বিরুদ্ধে এখনও কিছু পাওয়া যায়নি। সাতটি ব্যাংক হিসাবের তথ্য দেয়া হলেও, সেগুলোর কোনোটিই তার নয়।

রাব্বির অভিযোগ, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দলের ভেতরের খুনি, চাঁদাবাজ, দখলদার, অর্থপাচারকারীদের না ছুঁয়ে বরং তাদের বিদেশে পালাতে সহায়তা করেছে। আর ডা. আইভীর মতো একজন জনপ্রিয় ও সৎ জনপ্রতিনিধিকে রাতভর বাড়ি ঘিরে রেখে সকালে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘অপরাধী হলে বিচার হবে, কিন্তু অপরাধ না করে কাউকে শাস্তি দেয়া আমরা মানবো না। আইভী অবশ্যই ন্যায়বিচার পাবেন — সরকার ও রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, শুক্রবার ভোরে নারায়ণগঞ্জে নিজ বাসা থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলার প্রেক্ষিতে এ গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি নিয়ে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More