বিজ্ঞাপন
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

জিআই স্বীকৃতি পেল গোপালগঞ্জের ‘ব্রোঞ্জের গহনা’

ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনা।

বৃহস্পতিবার (৮ মে) জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ এপ্রিল (বুধবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মেধাসম্পদ দিবস, ২০২৫’ এর আলোচনা সভায় তার হাতে এ স্বীকৃতির সনদ হস্তান্তর করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ১২ মার্চ তৎকালীন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জিআই পণ্য হিসেবে অর্ন্তভূক্তির জন্য বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় বরাবর এ আবেদন করেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ‘জলিরপাড়ের ব্রোঞ্জের গহনা সারাদেশে পরিচিতি এনে দিয়েছে। দেশজুড়ে এর খ্যাতি রয়েছে।

এটি আমাদের অঞ্চলের ঐতিহ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এ স্বীকৃতি ব্রোঞ্জের গহনা তৈরির সঙ্গে সম্পৃক্ত কারিগরদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। এতে ব্রোঞ্জ শিল্পভিত্তিক অর্থনীতি আরও গতিশীল হবে ও এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে আমরা বিশ্বাস করি।’

মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে প্রায় শত বছর ধরে ব্রোঞ্জের গহনা তৈরি হয়ে আসছে। এ গহনা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার মানুষের কাছে বেশ সমাদৃত।

এসব গহনা একসময় পার্শ্ববর্তী দেশ ভারতেও রফতানি হয়েছে। বর্তমানে জলিরপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে ‘ব্রোঞ্জ মার্কেট’ নামে একটি বাজার। এ বাজার থেকে গহনা কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য ছড়িয়ে পড়েন বিক্রেতারা।

ব্রোঞ্জের গয়না জে​_লার দ্বিতীয় পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করল। গত বছরের ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জেলার প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি সনদ লাভ করে রসগোল্লা।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More